সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পেঁপের মতো লম্বা একটি আম ৪ কেজি, চাষ হচ্ছে মাগুরায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একটি আমের ওজনই হয়ে থাকে ৪ থেকে সাড়ে ৪ কেজি। আমটির নাম ব্রুনাই কিং। যা আষাঢ়ের পরে শ্রাবণ মাসের শেষদিকে পাকে। বেশি ওজনের পাশাপাশি এটি খেতেও সুস্বাদু। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে ব্রুনাই কিং জাতের আমের ফলন এসেছে।

৮-১০ ফুট উচ্চতার এই আম গাছে ব্যাপক আম ধরে। একেকটি আমের ওজন হয়েছে ৩ থেকে ৪ কেজি! আম দেখতে অনেকটা পেঁপের মত লম্বা। এছাড়াও এই আমটি খেতেও অনেক সুস্বাদু।

জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলা আতিয়ার রহমানের ভাগিনা ব্রুনাই থেকে ২০১১ সালে এ জাতের আম গাছের একটি ডাল নিয়ে এসেছিলেন। সেখান থেকে এ ব্রুনাই কিং আমের চারা গোটা জেলায় ছড়িয়ে পড়েছে। আমটি বৈশাখ-আষাঢ় মাসের মধ্যে এ জাতের চারা রোপণ করতে হয়।

চারা রোপণের ২ বছরের মধ্যেই আম ধরে। এছাড়াও ফল ধরার পর শ্রাবণের শেষদিকে আম পাকতে শুরু করে। এই জাতের আম আঁশমুক্ত, মিষ্টি ও সুস্বাদু। কাঁচা আম খেতে কিছুটা টক লাগলেও মিষ্টি স্বাদ বিদ্যমান। পাকা আমের স্বাদ অনেকটা ফজলি আমের মতো।

আরো পড়ুন: চম্পা কলা চাষে আনোয়ারের ৯ লাখ টাকা আয়!

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, ব্রুনাই কি জাতের আম ওজনে ৩ থেকে ৪ কেজি পর্যন্ত হয়। রোগ বালাইয়ের আক্রমণও কম. অল্প জায়গায় এ জাতের আমের চারা রোপণ করা যায়। এ জাতের আমের কলম করে যদি চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশের আমের যে চাহিদা রয়েছে তার অনেকটা পূরণ হবে।

এসি/  আই.কে.জে/




ব্রুনাই কিং আম

খবরটি শেয়ার করুন